বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৪ এপ্রিল ২০২৫ ১৩ : ৩১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটে যশপ্রীত বুমরা দারুণ সমাদৃত। সেই তিনিই আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড।
খেলোয়াড় হিসেবে তিনি যতটাই ভাল, মানুষ হিসেবে তিনি ততটাই খারাপ এমন মন্তব্যও কেই কেউ করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখার পরেই বুম বুম বুমরাকে নিয়ে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।
হায়দরাবাদের অভিনব মনোহর ছক্কা হাঁকান বুমরাকে। পরের বলটাই কোমরের উচ্চতায় ফুলটস দেন বুমরা। সেই বলটা অভিনব মনোহর মারতে পারেননি। বলের আঘাতে মনোহর পড়ে যান। কিন্তু বুমরা সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে।
১৩-তম ওভারের দ্বিতীয় বলে মনোহর ছক্কা মারেন বুমরাকে। পরের বলটা ইয়র্কার দিতে গিয়ে ফুলটস করে দেন বুমরা। সেই ফুলটসে আহত হন মনোহর।
ব্যাটসম্যান কেমন আছেন, তাঁর চোট কতটা, আদৌ খেলতে পারবেন কিনা, ব্যাটারের কাছে ক্ষমাপ্রার্থী হওয়া, বুমরা এই রাস্তা নেননি। তিনি সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে।
— Nihari Korma (@NihariVsKorma) April 23, 2025
আর সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় তোলেন ভক্তরা। এক ক্রিকেটভক্ত বুমরাকে দুষেছেন। তিনি বলেন, ''অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বুমরার মধ্যে খেলোয়াড়োচিত ব্যাপারটাই নেই। একাধিক বার আমি দেখেছি। কেউ যদি ওঁর বলে ছক্কা মারে, তাহলে ওই খেলোয়াড়ের উপরে রেগে যায় বুমরা। আগে করুণ, এখন মনোহর, ফুলটস দেওয়ার পরে ব্যাটারের কতটা লাগল, তা দেখার প্রয়োজন বোধ করল না।''
আর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ''আমার মতে যশপ্রীত বুমরার উচিত ছিল অভিনব মনোহরের চোট কতটা গভীর তা জানা। সেটা না করে পিছন ফিরে হাঁটতে লাগল। সব বোলারই কি এভাবে প্রতিক্রিয়া দেখায় নাকি বুমরা একা এমন করে?''
সোশ্যাল মিডিয়ায় এমনও লেখা হয়েছে, বুমরার বলে আহত হল অভিনব মনোহর। কিন্তু সাহসী তরুণ ছেলেটা ফের বুমরার মোকাবিলা করার জন্য তৈরি হল। ভাগ্য সহায় ছিল। বুমরার বলে ক্যাচ ছাড়ে সূর্য।''
নানান খবর

নানান খবর

টস ভাগ্য ফেরাতে প্রার্থনায় আরসিবি অধিনায়ক পাতিদার, ভাইরাল মুহূর্তের জন্ম দিল আইপিএল

বিশ্বকাপে রোনাল্ডো-মোরিনহো যুগলবন্দি! সিআর সেভেনকে বিশ্বকাপ দিতেই এই পদক্ষেপ পর্তুগিজ ফুটবল সংস্থার

ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা অনুদান, সিএবিকে ক্রিকেট স্টেডিয়াম করার প্রস্তাব মমতা ব্যানার্জির

‘আমি নিতুকে বলছিলাম, তোমরা টিমটা ভাল করে করো’, পর্যুদস্ত ইস্টবেঙ্গলকে পরামর্শ মমতার

দুষ্কৃতীদের ভয়ে বিছানার নীচে লুকিয়ে ফুটবলার, অপহরণ স্ত্রী-সন্তানকে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার